খালেদা জিয়ার ইফতারে শেখ হাসিনাকে নিমন্ত্রণ
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:৫৬,অপরাহ্ন ২১ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই ইফতার আয়োজনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরই মধ্যে দাওয়াত পৌঁছানো হয়েছে।
আজ রোববার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী ছাড়াও ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতা ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে সোমবার একই ভেন্যুতে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে এবং ২৪ জুন রাষ্ট্রদূতদের সম্মানে হোটেল ওয়েস্টিনে ইফতার মাহফিলের আয়োজন করেছেন তিনি।