খালেদা জিয়ার অন্যদেশ আছে : সুনামগঞ্জে অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩:১৯:২৬,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৫
সুনামগঞ্জ প্রতিনিধি::
খালেদা জিয়া এই দেশের সরকার, গর্ভমেন্ট কিছুই স্বীকার করেন না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, তার অন্যদেশ আছে। কিসের ওপর কেন সংলাপ হবে, সংলাপের কোনও চান্স নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভায় নাগরিক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে অর্থমন্ত্রী শহরের হোসেন বখত চত্বর ও বিকেল ৪টায় সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌর মেয়র আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে গণ-সংবর্ধনায় বক্তব্য রাখেন। জেলা যুবলীগ নেতা জীতেন্দ্র তালুকদার পিন্টু ও পৌর কাউন্সিলর মনীষ কান্তি দে মিন্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী)। সভায় বক্তারা সুনামগঞ্জের উন্নয়নে অর্থমন্ত্রীর ভূমিকা আরও জোরালো করার দাবি জানান।