খালেদা জিয়াকে বিজেপি সভাপতি অমিতের ফোন
প্রকাশিত হয়েছে : ৫:৩০:৫৭,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করে তার খোঁজ-খবর নিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ।খালেদা জিয়াকে বিজেপি সভাপতি অমিতের ফোন
খালেদা জিয়া ও অমিত শাহ
বৃহস্পতিবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এ তথ্য জানিয়েছেন।
দশম জাতীয় নির্বাচনের বর্ষপূর্তিতে ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের হত্যা দিবস’ কর্মসূচি ঘোষণা করার পর শনিবার রাতে গুলশানে নিজ কার্যালয়ে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।
মারুফ কামাল খান জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিজেপির সভাপতি অমিত শাহ গুলশানে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়াকে ফোন করে তার খোঁজ-খবর নিয়েছেন।
তিনি বলেন, গত সোমবার পুলিশের পেপার স্প্রের কারণে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন বিজেপি প্রেসিডেন্ট।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব জানান, টেলিফোনে দুজনে কুশল বিনিময় করেছেন। ফোন করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিজিপি সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন।
মারুফ কামাল বলেন, অবরুদ্ধ থাকার পর থেকেই দেশ-বিদেশের অনেকে টেলিফোন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিরেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।