খালেদা জিয়া পালিয়ে নয় শেখ হাসিনাকে সারা দেশে তারিয়ে বেড়াচ্ছে
প্রকাশিত হয়েছে : ১০:০৬:৪৫,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পালিয়ে নয় শেখ হাসিনাকে সারা দেশে তারিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ২০ দল আয়োজিত বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদসহ হত্যা গুম বন্ধ ও নিরপেক্ষ সরকারের দাবিতে জনসভায় বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন , এই দখল দার সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এ জন্য আন্দোলন করে অবৈধ সরকারকে ক্ষমতা থেকে পতন ঘটাতে হবে। সবাই ঐক্য বদ্ধ হয়ে বেগম জিয়ার আহবানে জাপিয়ে পড়তে হবে।
খালেদা জিয়ার আহবানে সরকার পতনের জনসভায় একের পর এক রেকর্ড ভঙ্গ করেছে। একটির থেকে অন্যটিতে অনেক বেশি লোক হচ্ছে। এতেই প্রমাণ হয় এ ক্ষমতাসীন সরকারের সাথে জনগণ নেই।
কুমিল্লা জেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান , সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।
২০ দলের মধ্যে বক্তব্য রাখেন- এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতের ইসলামীর অধ্যাপক মুজিবুর রহমান, রেদওয়ান উল্লাহ সাহিদী, মাওলানা মমতাজ উদ্দিন প্রমুখ।