খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:১২,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আজ শনিবার রাত দুইটা ৪২ মিনিটে ওই কার্যালয়ে বিদ্যুত্ সরবরাহকারী প্রতিষ্ঠান ডেসকো পুলিশ নিয়ে এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর দাবি, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা ও ডেসকোর লাইনম্যান মোকসেদ আলী এসে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। দিদার জানান, বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে তারা তাদের জানান, আমরা কিছু জানি না। থানার নির্দেশে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করতে এসেছি।
যোগাযোগ করা হলে গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, তিনি বিষয়টি জানেন না। আর উপ-পরিদর্শক সোহেল রানার মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ধরেননি।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে, সাময়িকভাবে জেনারেটর চালু করে কার্যালয়টির কার্যক্রম সচল রাখা হয়েছে। কার্যালয়ে থাকা বেশিরভাগ নেতাকর্মী বিভিন্ন মামলার আসামী হওয়ায় বের হতে পারছেন না বলে জানা গেছে।
বর্তমানে ওই কার্যালয়ে খালেদা জিয়া ছাড়াও সম্প্রতি মারা যাওয়া আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাঁদের দুই মেয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান, শামসুদ্দিন দিদার, দিনকালের ফটো সাংবাদিক বাবুল তালুকদার অবস্থান করছেন। এ ছাড়া কার্যালয়টিতে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) ও কার্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন।