খালেদার সাক্ষ্যগ্রহণ আজ
প্রকাশিত হয়েছে : ৬:৫৪:১৮,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বুধবার পুনরায় সাক্ষ্য গ্রহণ করা হবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটির সাক্ষ্যগ্রহণ হবে।
সাক্ষ্যগ্রহণ করা হবে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতে।
গত ৮ ডিসেম্বর খালেদার জিয়ার অনুপস্থিতিতে আইনজীবীদের ব্যাপক হট্টগোলের মধ্যে দুই মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন-অর-রশীদের সাক্ষ্য গ্রহণ শুরু করেন আদালত।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালতে চার্জ আমলে নেয়া হয় ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর। চার্জ আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হলে হাইকোর্টে ২০০৯ সালের ১৫ অক্টোবর একটি রুল জারি করেন। ২০১১ সালর ১৪ ডিসেম্বর ওই রুল খারিজ হয়ে যায়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয় ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি।