খালেদার সঙ্গে সাক্ষাৎ করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
প্রকাশিত হয়েছে : ১২:০৪:০৭,অপরাহ্ন ০৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শুক্রবার বিকেলে মালয়েশিয়া সফর ও সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন লঙ্ঘন করে বিএনপি নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন তাদের চাকরি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তারা কী উদ্দেশ্যে সেখানে গেছেন সে ব্যাপারে সবার আগ্রহ থাকাটাই স্বাভাবিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মালয়েশিয়া সফর অত্যন্ত সফল হয়েছে । সার্ক শীর্ষ সম্মেলনে সব দেশ সন্ত্রাস দমনে একমত হয়েছে। এছাড়া নেপাল থেকে জলবিদ্যুৎ আনার ব্যাপারেও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে আমরা পাকিস্তানকে হারিয়েছি। তারা একটি পরাজিত জাতি। তাদের কাছে চাওয়ার কিছু নেই। তারাই এখন জানতে চাচ্ছে আমরা এতো উন্নতি করছি কিভাবে? সার্কের চার্টারে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই। সার্ক সনদ অনুযায়ী পাকিস্তানের সঙ্গে আমরা আচরণ করেছি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পদ্মাসেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করেছিল বিশ্বব্যাংক। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। কেউ পাশে থাকলো কী থাকলো না সেটা বিষয় নয়, যুক্তরাষ্ট্র পাশে না থাকলেও ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সচিবালয়ের সাবেক ও বর্তমান ২০/২৫ জন কর্মকর্তা-কর্মচারী। যদিও বিএনপি তা অস্বীকার করেছে।
ওই ৯ কর্মকর্তা-কর্মচারী হলেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) এ কে এম জাহাঙ্গীর হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহাকারী সচিব (ওএসডি) এহসানুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা (বর্তমানে প্রেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে) বাদিউল কবির, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম মিয়াজী, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নুরুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আব্দুল মান্নান ও এ কে এম হুমায়ুন কবীর, তথ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী শহীদুল হক ও এজি অফিস কর্মচারী আব্দুল মান্নান।