খালেদার সঙ্গে কোন আপোষ করবে না ব্যবসায়ীরা
প্রকাশিত হয়েছে : ২:০৫:২০,অপরাহ্ন ২৬ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে ব্যবসায়ীদের কোনো সমঝোতা হবে না। কারণ বিএনপি এখন কোনো রাজনৈতিক দল না। তিনি এখন ২০ দলের নেত্রী।’
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে বৃহস্পতিবার পুষ্পমাল্য অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।
এফবিসিসিআই সভাপতি আরও বলেন, ‘২০ দলের নেত্রী খালেদা জিয়া আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চান। দেশের মানুষ তার আন্দোলন প্রত্যাখ্যান করেছেন। দেশে এখন ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত, যানবাহনসহ গণপরিবহন স্বাভাবিকভাবেই চলছে। আমরা এখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছি। আমরা ম্যানপাওয়ারের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছি।’
তিনি বলেন, ‘মার্চ আমাদের বাঙ্গালীদের জন্য গর্বের মাস। কারণ এ মাসে টুঙ্গীপাড়ায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। এ ছাড়া বঙ্গবন্ধুর সেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এখন বিশ্বে স্থান করে নিয়েছে। এ মাসেই স্বাধীনতার ঘোষণা হয়েছিল এবং স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছিল।’
তিনি বলেন, ‘২০ দলের নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়ন দেখতে চান না। তিনি হরতাল, আবরোধ ও পেট্রোলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে দেশকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চান।’
এফবিসিসিআই সভাপতি খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেন, ‘মানুষ হত্যা করে আর গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে নির্বাচন করতে হবে।’
জেলা আওয়ামী লীগ, টুঙ্গীপাড়া থানা আওয়ামী লীগ, কোটালীপাড়া থানা আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।