খালেদার মেকআপ নিয়ে এটিএম শামসুজ্জামানের ‘কটুক্তি’
প্রকাশিত হয়েছে : ৩:৪০:৫৬,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
‘মেকআপ দিয়ে নায়িকা হওয়া যায়, নেত্রী হওয়া যায় না। নায়িকা না হয়ে নেত্রী হোন। সাধারণ মানুষের কাতারে নেমে আসুন। তাহলে সাধারণ মানুষও আপনাকে পছন্দ করবে। আপনি যেভাবে মেকআপের পেছনে সময় নষ্ট করেন তাতে নেত্রী হওয়া যায় না।’ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মুক্তিযোদ্ধা চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের ৭২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘বাস্তবের নায়িকা হতে হলে মানুষের কাছে আসতে হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে শিখুন।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্র্রতিমন্ত্রী শামসুল হক টুকু, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ।