খালেদার খাবার বিতরণে পুলিশি বাধা
প্রকাশিত হয়েছে : ১১:৪৩:২৬,অপরাহ্ন ৩০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টারে খাবার বিতরণকালে পুলিশি বাধার মুখে পড়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার দুপুর একটার দিকে ধানমন্ডি ধানা পুলিশ তাকে বাধা দেয়। ফলে সুগন্ধা কমিউনিটি সেন্টারের অপর পাশে মেডিনোভা হাসপাতালের সামনে রাস্তায় চলন্ত অবস্থায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন। এ সময় দলের যুগ্ম-মহাসচিব মোহাম্মাদ শাহজাহান ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তার সঙ্গে ছিলেন।
ধানমন্ডি থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, ‘আমরা কমিউনিটি সেন্টার বুকিং করেছিলাম। কিন্তু ম্যাডাম আসার কিছুক্ষণ আগে পুলিশ এখানে খাবার দিতে নিষেধ করে। যার ফলে ম্যাডাম সুগন্ধা কমিউনিটি সেন্টারে খাবার দিতে পারেননি।’
তিনি আরো জানান, খালেদা জিয়া রাজধানীর কলাবাগান, আজিমপুর, লালবাগ, হাইকোর্ট মাজার, শান্তিনগর, মৌচাক, খিলগাঁও, শাহজানপুর, নয়াপল্টন, মতিঝিল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ফারুক স্মরণী, রায়সাহেব বাজার, নয়াবাজার, জজকোর্ট, বংশাল নর্থসাউর্থ রোড়সহ ২৬টি পয়েন্টে খাবার বিতরণ করবেন।
তিন দিনব্যাপী খাবার বিতরণের এ কর্মসূচির প্রথম দিনে ফার্মগেটের রাজধানী স্কুলের সামনে থেকে খাবার বিতরণ শুরু করেন খালেদা জিয়া। এরপর তিনি মোহম্মদপুর টাউন হল এলাকায় খাবার বিতরণ করেন।
শনিবার বেলা ১২টায় জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি খাবার বিতরণে বেন হন।