খালেদার কার্যালয়ে স্বজনরা
প্রকাশিত হয়েছে : ৩:১৬:৪২,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এসেছেন তার স্বজনরা। বুধবার সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটের দিকে প্রবেশ করেন সাঈদ এস্কানদরের স্ত্রী নাসরিন ইস্কানদার। তার কয়েক মিনিট পরেই প্রবেশ করেন খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম।
এদিকে স্বাভাবিক রয়েছে খালেদার কার্যালয়ের আশপাশের পরিস্থিতি। অতিরিক্তি পুলিশ মোতায়েন নেই। কার্যালয়ের সামনের রাস্তায় যানচলাচলও অব্যহত রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়ার জন্য অানা খাবার কার্যালয়ের ভেতরে নেওয়া হয়।
কার্যালয়ের ভেতরের পরিস্থিতি প্রসঙ্গে নামাজ পড়ানোর দায়িত্বে থাকা ইমাম জয়নাল আবেদিন বলেন, আমি নামাজ পড়ানোর জায়গায় থাকি। নেতা-কর্মীরা দ্বিতীয় তলায় থাকেন। ফলে আমি বেশি কিছু জানি না। তবে খাবারের সমস্যা রয়েছে। আজকেও শুধু চিড়া-মুড়ি খেয়ে আছি। খালেদার কার্যালয়ে আইনজীবীরা আসতে পারে বলে জানিয়েছেন প্রেস উইং এর সদস্য শায়রুল কবির।