খালেদার কার্যালয়ে প্রকাশ্যে অস্ত্র হাতে মুফিদুল
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:১৭,অপরাহ্ন ০৩ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: হরতাল-অবরোধ প্রত্যাহার না করায় এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলি করতে অস্ত্র হাতে তার কার্যালয়ের সামনে এলেন মুফিদুল ইসলাম নামে এক ব্যক্তি। যিনি নিজেকে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের’ একজন কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে আসেন। এ সময় হঠাৎ করেই তার কোমর থেকে একটি অস্ত্র বের করেন এবং বলতে থাকেন, সে (খালেদা জিয়া) কোথায়? হরতাল-অবরোধ প্রত্যাহার করে নাই কেন? তাকে গুলি করে মারবো!
মুফিদুল ইসলামের এমন আকস্মিক আচরণে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার হয়। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাকে সেখান থেকে সরিয়ে দেয়।
এর আগে সকাল সাড়ে দশটার দিকে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের’ সভাপতি ফাতেমা জলিল সাথী এবং সাধারণ সম্পাদক অ্যাড. স্বপন চৌধুরীর নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী নিয়ে খালেদা জিয়া কার্যালয় ঘেরাও করতে আসে। পরে পুলিশের হস্তক্ষেপে গুলশান গোলচত্বরে বিক্ষোভ দেখিয়ে চলে যায়।