খালেদার কার্যালয়ে আইনজীবী-সাংবাদিক নেতারা
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:৫৪,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: আইনজীবী ও সাংবাদিকদের একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়েছেন।
সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশান রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন।
রোববার (০৪ জানুয়ারি) বেলা ১টা ২০ মিনিটে তারা কার্যালয়ে প্রবেশ করেন।
এ প্রতিনিধি দলে রয়েছেন- সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মাহবুব, ঢাকা বারের প্রেসিডেন্ট মহসিন মিয়া, আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নী।
কার্যালয়ে প্রবেশ করার আগে ব্যারিস্টার শাহজাহান ওমর গুলশান বিভাগের উপ-কমিশনার লুৎফুল কবিরের সঙ্গে দেখা করেন। তিনি অনুমতি দিলে তারা গুলশান কার্যালয়ে যান।
এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
সাংবাদিক নেতাদের মধ্যে রয়েছেন- আবদাল হোসেন, রুহুল আমীন গাজী, আব্দুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, ইলিয়াস খান।
উল্লেখ্য, শনিবার (০৩ জানুয়ারি) দিবাগত রাতে খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।