খালেদার কার্যালয়ের সামনে সবজি ছড়িয়ে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:২০,অপরাহ্ন ২২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধে ক্ষতিগ্রস্ত রাজধানীর কাঁচাবাজারের সবজি ও ক্ষুদে ব্যবসায়ী এবং শ্রমিকেরা বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কয়েকশ সবজি বিক্রেতা ও ক্ষুদে ব্যবসায়ীরা বস্তাভর্তি ও হাতে সবজি ও কাঁচামাল নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। তারা অবরোধ তুলে নেওয়ার জন্য খালেদা জিয়ার প্রতি দাবি জানান। নইলে ক্ষতিপূরণ দাবি করেন তারা।
এ বিষয়ে ভাটারা কাঁচাবাজারের শ্রমিক সর্দার মিলন বাংলানিউজকে বলেন, আমরা ২০০ শ্রমিক, সবজি বিক্রেতা ও ক্ষুদে ব্যবসায়ীরা সবজি ও কাঁচামাল নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ে এসেছি। আমাদের সবজি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই সবজি খালেদা জিয়াকে দিতে চাই। তা না হলে অবরোধ তুলে নিক অথবা আমাদের ক্ষতিপূরণ দিক। এ ভাবে চলতে পারে না। আমরা মারা যাচ্ছি, আমাদের কোনো কাজ নেই।
তিনি বলেন, বিক্ষোভ করার উদ্দেশ্য হচ্ছে, কাঁচাবাজারের সবজি নষ্ট হয়ে যাচ্ছে। শ্রমিকেরা কাজ পাচ্ছেন না। তাই, তাদের নষ্ট হয়ে যাওয়া সবজি খালেদা জিয়ার কার্যালয়ে দিতে এসেছেন। তিনি আরো বলেন, এ ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীরাও অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
নতুনবাজারের কাঁচাবাজারের শ্রমিক সর্দার নাসিরুদ্দিন বলেন, আমাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। আমরা এ জন্য বিএনপি চেয়ারপার্সনের কাছে এসেছি। হয় তারা আমাদের ক্ষতিপূরণ দেবেন, নাহলে অবরোধ তুলে নিতে হবে। পরে পুলিশি বাধার মুখে আগত শ্রমিক, ক্ষুদে ব্যবসায়ী ও শ্রমিকেরা স্থান ত্যাগ করতে বাধ্য হন।
এই সব শ্রমিক, ক্ষুদে ব্যবসায়ী ও সবজি বিক্রেতারা বস্তায় ভরে সবজি, লাউ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ, বেগুন ইত্যাদি মাথায় ও হাতে নিয়ে আসেন।