খালেদাকে রাজনীতি থেকে নির্বাসিত করতে হবে : সুরঞ্জিত
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:২৭,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে নির্বাসিত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত । শুক্রবার বেলা সাড়ে ১২টায় রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া জাতীয়তাবাদী নেতৃত্ব হারিয়ে এখন সন্ত্রাসের নেতৃত্বে আসীন হয়েছেন। তাই তাকে (খালেদা) আইনের শাসনের মোকাবেলা করতে হবে।