খালেদাকে চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:৪৯,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সমাবেশে বলেছেন- দেশে নাকি সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে দেশে সড়ক দুর্ঘটনা কমেছে। এটি আমি বিএনপি নেত্রীর প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ঠিক এমনই মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, যদি বিএনপি চেয়ারপারসন এর প্রমাণ দিতে পারেন তাহলে তার কাছে ক্ষমাও চাইব।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতু পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জগলুল হায়দার চৌধুরী নিহতের ঘটনায় জড়িত বাস চালক ও হেলপারকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মন্ত্রী আরো জানান, আগামী জানুয়ারি মাসে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে জাপানি দাতা সংস্থা জাইকার অর্থায়নে বিকল্প কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতু নির্মাণ কাজ শুরু হচ্ছে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রওশন আরা বেগম, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের প্রমুখ।