খালেদাকে গ্রেফতার করলে সিলেটে লাগাতার হরতালসহ সর্বাত্মক সংগ্রামের হুশিয়ারী
প্রকাশিত হয়েছে : ১:২৭:৩২,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৫
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর এক যুক্ত বিবৃত্তিতে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে গ্রেফতারী পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্পূর্ন রাজনৈতিক হীন উদ্দেশ্যে অন্যায় ভাবে একের পর এক মিথ্যা মামলার দায়ের করছে বর্তমান অবৈধ সরকার। বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের মতো দুঃসাহস দেখালে স্বৈরাচারী সরকারকে এর চরম খেসারত দিতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সিলেট জুড়ে লাগাতার হরতালসহ সর্বাত্বক সংগ্রাম শুরু হবে। নেতৃবৃন্দ শাসক গোষ্ঠির রক্ত চক্ষু ও গুলি উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ার জন্য দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।-বিজ্ঞপ্তি