খালেদাকে গ্রেপ্তারে রাজনৈতিক সঙ্কট বাড়বে: ক্রাইসিস গ্রুপ
প্রকাশিত হয়েছে : ১০:০০:১৬,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট গুরুত্বর হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছে ব্রাসেলসভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনার ক্রাইসিস গ্রুপ।
প্রকাশিত সংস্থাটির মাসিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি তাদের বুলেটিনে বাংলাদেশকে সংঘাতের ঝুঁকির সতর্ককতার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তালিকার অন্য দেশটি ইয়ামেন।
বুলেটিনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক সঙ্কট চলছে। সহিংসতায় দেশটির স্থিতিশীলতা হুমকির মুখে। বিএনপির নেতৃত্বে জানুয়ারি থেকে দেশব্যাপী সরকারবিরোধী সহিংস আন্দোলন ও অবরোধে শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শ’। দুর্নীতির মামলায় হাজিরা না দেওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
এ পরোয়ানা বাস্তবায়ন হলে বাংলাদেশে সহিংসতা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এতে বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট গুরুত্বর হয়ে উঠতে পারে। উত্তেজনা কমাতে সরকার ও বিএনপি জরুরি ভিত্তিতে উদ্যোগী না হলে এই সংকট গুরুতরভাবে দেশটিকে অস্থিতিশীল করে তুলতে পারে।