খামোশিয়া’ ছবির মাধ্যমে আসছেন স্বপ্না পাব্বি
প্রকাশিত হয়েছে : ৬:০৮:২৫,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক :: বলিউডের অনেক নামি-দামি তারকারই পথচলা শুরু হয়েছিল প্রযোজক-পরিচালক মহেশ ভাটের হাত ধরে। এবার তিনি ‘খামোশিয়া’ ছবির মাধ্যমে আনছেন স্বপ্না পাব্বিকে। ৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে মুভিটি। এতে নতুন এ মুখ সাহসী ও খোলামেলা চরিত্রে অভিনয় করেছেন।
এর আগে অনিল কাপুরের সঙ্গে টিভি সিরিয়াল ‘২৪’-এ সাবলীল অভিনয় করেছেন তিনি। তবে ছোট পর্দা থেকে ক্যারিয়ার শুরু করলেও স্বপ্না সেভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। এক অনুষ্ঠানে স্বপ্নার পারফরমেন্স দেখে নিজের প্রযোজনায় সিনেমায় স্বপ্নাকে সুযোগ দিলেন মহেশ। আর ‘খামোশিয়া’র পর স্বপ্না নিজেও থেমে থাকেননি। তিনি যুক্ত হন সুজিত সরকারে ‘সাত্রা কো শাদি হ্যায়’ ছবিতেও।