খাদ্যে ফরমালিন মেশানোর প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২:৫৩:১৩,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ জেলা শাখার আয়োজনে ফলমূলসহ সব রকম খাদ্যে ফরমালিন মেশানোর প্রতিবাদে বুধবার শহরের ব্রিজের মোড়ে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মর্তুজা রেজার নেতৃত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ জেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম, নওগাঁ একুশে উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারি, সাধারণ সম্পাদক এম এম রাসেল, নওগাঁ পৌরসভার প্রকৌশলী গুরুদাস দত্ত, মাছ ব্যবসায়ী বাদল মৈত্র, জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক খন্দকার রউফ পাভেল। এসময় মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতা ও সুধিজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা, ফলমূলসহ সব রকম খাদ্যে ফরমালিন মেশানো থেকে সব ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে ফরমালিনের ব্যবহার রোধে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি করেন।