কয়েক দিনের মধ্যে সংকট উত্তরণের পথ বের হবে: রওশন
প্রকাশিত হয়েছে : ১২:২২:০৫,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
আগামী কয়েক দিনের মধ্যে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ বের হবে বলে মনে করেন জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের ১৮তম দিনে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রওশন এরশাদ অগ্নিদগ্ধ মানুষদের পাশে কিছু সময় কাটান। এসময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, জনগণকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাবেন না। সহিংসতা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।
রওশন এরশাদ বলেন, ‘হরতাল-অবরোধের নামে বোমা মেরে মানুষ হত্যা করা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সৃষ্ট রাজনৈতিক সঙ্কট সমাধানে সবাই মিলে চেষ্টা করছি। সংসদের ভেতরে ও বাইরে কথা বলছি। আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে একটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে।’
মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবেন কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘এখন দেশ নিয়ে ভাবছি। এ ব্যাপারে পরে পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হবে।’ এ সময় সংসদে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।