ক্ষতিপূরণ পাননি বরিশালের ক্ষতিগ্রস্ত বাস মালিকরা
প্রকাশিত হয়েছে : ৩:১৮:১৭,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
অবরোধ-হরতালে সড়কে চলমান ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন বলে বরিশালের বাস মালিকরা জানিয়েছেন। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত মালিককে চার কোটিরও বেশি টাকা ক্ষতিপূরণ দেন। কিন্তু বরিশাল অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবহন মালিকদের জন্য বরাদ্দ নেই বলে তারা জানান। বাস মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, বুধবারের সহায়তার তালিকায় তারা নেই, আর কবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানাননি।
বরিশাল পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী জানান, যানবাহনের ক্ষতিপূরণ বিষয়ে তাদের কাছে কোনও নির্দেশনা আসেনি। বরিশাল জেলা পুলিশ সুপার এহসানউল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত বাস মালিকদের তালিকা কীভাবে তৈরি করা হয়েছে তা তিনি জানেন না। তাছাড়া এ বিষয়ে তার কাছে কোনও নির্দেশনাও আসেনি। তবে পর্যায়ক্রমে ক্ষতিপূরণের অর্থ দেওয়া হবে বলে জানান তিনি।
মালিক সমিতি জানায়, ৫ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া আগুনে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লা মিলিয়ে প্রায় ৩৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আবদুল্লাহ পরিবহনের মালিক ওয়ালী মোহাম্মদ খান জানান, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ব্রিজের কাছে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় তার ঢাকা-কুয়াকাটা রুটের বাসটি (ঢাকা মেট্রো ব ১৪-৭৮১৮৩) পুড়ে যায়। নলছিটি থানা পুলিশের তদন্তে এর ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৬০ লাখ টাকা।
তিনি বলেন, ঢাকায় কয়েকটি যানবাহন মালিককে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে জানতে পেরেছি। কিন্তু বরিশালে ক্ষতিগ্রস্ত কোনও মালিক তার মধ্যে ছিলেন না। বিষয়টি ঢাকার কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জানার চেষ্টা করছেন বলেও জানান বাস মালিক ওয়ালী মোহাম্মদ খান। রূপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন জানান, সম্প্রতি যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তার মধ্যে বরিশালের কেউ ছিল না। পরের সহায়তায় বরিশালের মালিকরা থাকবেন বলে আশ্বাস দেন তিনি।