ক্লাসরুমে নগ্ন করে ছাত্রীদের দেহ তল্লাশি
প্রকাশিত হয়েছে : ৮:১৫:৫৭,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক: যৌন নিপীড়ন এবং নির্যাতনের জন্য সবচেয়ে সমালোচিত শহর ভারতে এবার খোদ স্কুলের ক্লাসরুমে ১৩ ছাত্রীকে নগ্ন করে দেহ তল্লাশি করা হয়েছে।
৫০০ টাকার নোট হারানোর ঘটনাকে কেন্দ্র করে পাঞ্জাবের এক স্কুলে এ ঘটনা ঘটে।
চরম লজ্জার এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার।
এর আগে ৪৫ জন নারী কর্মীকে নগ্ন করে দেহ তল্লাশি করার ঘটনা ঘটেছিল কেরালার কোচিতে। আর এরা ছিলেন একটি বেসরকারি রাবার কারখানায় কর্মরত।
সে ঘটনার পক্ষকাল পার না হতেই পাঞ্জাবের গুরুদাসপুরের মাদিয়ালা গ্রামের একটি সরকারি স্কুলে নগ্ন করে তল্লাশির ঘটনা ঘটল।
জানা যায়, স্কুলটির ওই শিক্ষিকা তার ব্যাগে ৫০০ টাকার একটি নোট পাওয়া যাচ্ছে না দেখে সন্দেহ হওয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীদের ডেকে পাঠান। ক্লাসের ভেতরে তাদের পোশাক খুলে দেহ তল্লাশি করা হয়। লজ্জায়, অপমানে কুঁকড়ে যাওয়া ওই মেয়েরা বাড়ি ফিরে অভিভাবকদের ঘটনাটি জানায়।
তারা স্কুলের প্রধান শিক্ষিকার কাছে এমন আচরণের কড়া প্রতিবাদ জানান।
তাদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৬ ও তফসিলি জাতি ও উপজাতি আইনের নানা ধারায় ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।