ক্লার্কের মতো স্মিথের খেলা নিয়েও অনিশ্চয়তা
প্রকাশিত হয়েছে : ৬:৫৪:০২,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
র্স্পোটস ডেস্ক:: অধিনায়ক মাইকেল ক্লার্কের মতোই ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত অজি টপ-অর্ডার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ৷ হাঁটুর চোটের কারণে ৪ ডিসেম্বর গাব্বায় নাও নামতে পারেন ফর্মে থাকা অজি ব্যাটসম্যান৷
হ্যামস্ট্রিংয়ের পুরনো চোটের কারণে ব্রিসবেন টেস্টে অনিশ্চিত অজি অধিনায়ক ক্লার্ক৷ তার পর স্মিথের চোটে দুঃশ্চিন্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে যান ক্লার্ক৷ বিশ্বকাপের কথা ভেবে অধিনায়ক নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না অজি টিম ম্যানেজমেন্ট৷ ফলে ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ক্লার্কের খেলা নিয়ে সংশয় রয়েছে৷ তার পর স্মিথের চোট চিন্তায় রাখল ক্রিকেট অস্ট্রেলিয়াকে৷
চোটের জন্য চলতি সপ্তাহে শেফিল্ড শিল্ড থেকে নাম তুলে নেন বছর পঁচিশের ডানহাতি ব্যাটসম্যান৷ রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে-র পর স্ক্যান রিপোর্টে চোট ধরা পড়ে স্মিথের৷