ক্রিকেট বিশ্বকাপ-২০১৫: ইংল্যান্ড দল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১০:২১:৪২,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: সবার আগে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে জায়গা পেয়েছেন গ্যারি ব্যালান্স। দলে আছেন চোট সমস্যায় ভুগতে থাকা দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। তবে অ্যালিস্টার কুক বেন স্টোকস দল থেকে বাদ পড়েছেন। কুকের জায়গায় দলের নেতৃত্ব ইয়ান মরগান।
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে আগামী ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের একাদশ আসরে কুকের বাদ পড়ার ব্যাখ্যাও দেন হুইট্যাকার।
“শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজ পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, আমাদের সেরা ১৫ জন ওয়ানডে খেলোয়াড়েরর মধ্যে অ্যালেস্টার কুকের কোনো জায়গা নেই।”
২৯ বছর বয়সী কুক ২০১১ সালে ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছিলেন। এক দিনের ক্রিকেটে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না তার। গত ২০টি ওয়ানডেতে তিনি মাত্র ২৭.৫২ গড়ে রান পেয়েছেন।
আগামী বছর ১৪ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের এবারের বিশ্বকাপ মিশন। এর আগে অবশ্য স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের অংশগ্রহণে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও খেলবে ইংলিশরা।
ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জেমস এন্ডারসন, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, রবি বোপারা, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, এ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, জো রুট, জেমস টেলর, জেমস ট্রেডওয়েল এবং ক্রিস ওকস।