ক্রিকেটের মত গণতন্ত্রেরও বিজয় সূচিত হবে —এড. জামান
প্রকাশিত হয়েছে : ১২:৪৯:৩১,অপরাহ্ন ১০ মার্চ ২০১৫
সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এড. সামছুজ্জামান জামান বলেছেন, জনগনের আন্দোলন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ক্ষমতা লোভী হাসিনা এখন পালাবার পথ খোজছেন। তিনি বলেন বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয়ে দেশবাসী আজ আনন্দিত । ইনশাআল্লাহ অচিরেই এদেশ থেকে স্বৈরাচার হঠিয়ে জনগন গনতন্ত্রের বিজয় নিশ্চিত করবে এবং সেদিন হবে দেশবাসীর মহা আনন্দ। সে দিন আর বেশী দূরে নয়। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রাহমানের নেতৃত্বে জনতার বিজয় উপভোগ করতে সবাইকে ধর্য্য ধরে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকালে সিলেট নগরীতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্দ্যোগে আয়োজিত আনন্দ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিরাবাজারে অনুষ্টিত সমাবেশ শেষে মিছিলটি শিবগঞ্জে গিয়ে শেষ হয়।
বিএনপি নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়াহান এর সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক লিটন কুমার দাশ নান্টুর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হুসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, বিএনপি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা আলতাফ হোসেন বিলাল, রুজেল আহমদ চৌঃ, দ্বীপক রায়, আব্দুল হান্নান, রায়হাদ বক্স রাক্কু, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, রুহেল আহমদ, মাহবুব হুসাইন মিলন, আমিনুল ইসলাম সাজু, আব্দুল কাইয়ূম, জাবেদ আহমদ জীবন, দেওয়ান নিজাম খান, মুমিনুর রাহমান জনি,মুহিবুর রাহমান লিটন, তৌহিদল ইসলাম আবু, আব্দুস সত্তার , আব্দুললাহ আহমদ, ছুরুক আহমদ, ইমরান আহমদ, ইফতেখার আহমদ সোহেল, শাহ জাহান চৌঃ, জাকারিয়া আহমদ, ময়নুল হোসেন, মিছবাউল আম্বিয়া, ফরিদ আহমদ, আশরাফ উদ্দীন রাজীব, আমিনুর রাহমান, জুবের আহমদ, সদরুল ইসলাম লোকমান, সাকিব আল হাসান সানার, শেখ মুহাম্মদ জাকির হোসেন, তানিমুল ইসলাম তানিম, তাজুল ইসলাম সাজু, শামসুদ্দীন, ইমদাদুল হক খান, সুমন আহমদ, রাইহান আহমদ শিমুল, রাশেদ আহমদ, মাইদুল ইসলাম মিঠু,ইয়াহইয়া হাসান তায়েফ, এম. সুয়েব আহমদ, ফাহাদ মাহফুজ চৌঃ, ফয়সল মাহমুদ, রাজীব আহমদ, জুনেদ আহমদ, হেলাল আহমদ, কয়ছর আহমদ শাহেদ, ইমরান আহমদ,শিমুল আহমদ, মুহিবুর রাহমান, ইকবাল হুসেন, রাহাত আলম শোভন, রেজাউল হাসান রেজা, তানবীর আহমদ খান, শোভন শাহজাহান আবির, তানজীর আহমদ ওমর, ইমদাদ এইচ খোকন, শফিকুল হক শামীম, আশরাফ উদ্দীন, আফজল আহমদ, রনি প্রমূখ।-বিজ্ঞপ্তি