ক্রস ওয়ার্ল্ডের ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশিত হয়েছে : ১:২১:০৯,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেডের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ২ কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৮৬৬ টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
সোমবার দুদকের উপ পরিচালক হামিদুল হাসান বাদী হয়ে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২)(৩) ধারায় গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে রয়েছেন, ঢাকার বাড্ডার শফিকুল ইসলাম শরীফ, সিলেটের কবিরুল ইসলাম, কিশোরগঞ্জের আনোয়ার সাদাত, বরগুনার মিন্টু এবং খুলনার ফিরোজ মোল্লা।
গত ২১ ডিসেম্বর কমিশনের সভায় আসামিদের বিরুদ্ধে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২)(৩) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।