ক্রমেই কালো হয়ে যাচ্ছে তাজমহল
প্রকাশিত হয়েছে : ৭:০০:৩২,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্বের অনিন্দ সুন্দর সমাধিসৌধ তাজমহল কালো হয়ে যাচ্ছে। ভারতের আগ্রায় স্থাপিত এই সমাধিটি বায়ুদূষণের কারণে ক্রমেই কালো হয়ে যাচ্ছে। কোথাও আবার সাদা মার্বেল পাথরের ওপর পড়েছে গাঢ় বাদামি ছোপ।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা টানা আট মাস গবেষণার পর জানিয়েছেন, বায়ুদূষণই শেষ করে দিচ্ছে বিশ্বের প্রেমের প্রতীক এই সমাধিসৌধকে। মাইকেল বার্গিনের নেতৃত্বে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্থ অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক সায়েন্সের একদল গবেষক ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের জুন পর্যন্ত দীর্ঘ গবেষণার পর এক প্রতিবেদনে বলেছেন, বায়ুদূষণই তাজমহলের সর্বনাশ ঘটাচ্ছে।
আগ্রা শহরের শত শত গাড়ির ধোঁয়া এবং ধুলাবালু ক্ষতি করছে বিশ্ব ঐতিহ্য এই মর্মরসৌধের। এছাড়াও আগ্রা থেকে দূরে যে কারখানাগুলো রয়েছে, সেসবের বিষাক্ত ধোঁয়া বাতাসে মিশে রাসায়নিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণা ক্ষয় ধরাচ্ছে তাজমহলের পাথরে।
পুরাতত্ত্ব সংরক্ষণ কর্তৃপক্ষ ক্ষয়ধরা পাথর সরিয়ে সস্তা মার্বেল পাথর বসাচ্ছে। তা কিছুদিন পরই নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি, আগ্রার রাস্তার ধারে জমে থাকা বর্জ্য থেকে সৃষ্ট বিষাক্ত গ্যাসও তাজমহলের ক্ষতি করছে বলে দাবি করা হয়েছে ওই গবেষণায়।
জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের এই দাবিকে সমর্থন করেছে কানপুর আইআইটি এবং উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। গবেষণা প্রতিবেদনটি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি জার্নালে প্রকাশিত হয়।