ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ২:০৫:২৮,অপরাহ্ন ৩০ মার্চ ২০১৫
প্রবাস ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় রোহান আহমদ (১৮) নামের এক বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিন বাংলাদেশি।
গত শনিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে নেভাদা অঙ্গরাজ্যের একটি মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
নিহত রোহানের বড় ভাই ইফতেখার আহমদ, ভাবি ফারহানা নীপা ও বন্ধু মেহেদী সীমান্ত এদুর্ঘটনায় আহত হয়েছেন।
সানফ্রান্সিসকো থেকে তারা লাস ভেগাস যাচ্ছিলেন। রোহান তার বাবা-মায়ের সঙ্গে পেনসিলভেনিয়াতে বসবাস করতেন।
ফারহানা নীপা একাত্তর টেলিভিশনে কাজ করতেন বলে জানা গেছে।
আহত মেহেদী সীমান্ত পেনসিলভেনিয়ার একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী। তার বাবা মফিজুল ইসলাম সাপ্তাহিক বাংলা পত্রিকার পেনসিলভেনিয়া প্রতিনিধি।
এদুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পেনসিলভেনিয়ায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি নেতাসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতারা।