ক্যাম্পাসে মিছিল করায় শাবি ছাত্রলীগের ১৪ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:১৭,অপরাহ্ন ২৮ মে ২০১৫
শাবি সংবাদদাতা::
নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে মিছিল করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের ১৪ কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রক্টরিয়াল বডি। বৃহস্পতিবার প্রক্টরিয়াল বডির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে সব ধরণের রাজনৈতিক কর্মকান্ড নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মিছিল করায় তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আগামী রোববার থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে তাই বৃহস্পতিবারসহ ক্যাম্পাস খোলার দিন থেকে ৫কার্য দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে হবে বলে জানান তিনি।
এদিকে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে মিছিল করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির সহসভাপতি আবু সাইদ আকন্দ ও সাধারণ সম্পাদক ইমরান খানের সমর্থকরা।
শোকজ প্রাপ্তরা হলেন আব্দুল কাদির রেদুয়ান (লোক প্রশাসন বিভাগ, এম/১), রবিউল আউয়াল রবিন (লোক প্রশাসন বিভাগ, এম/২), নূরে আলম বাপ্পি (সমাজ বিজ্ঞান-০৯), আলী হাসান (ইংরেজি বিভাগ এম/১), জাকারিয়া (পিএসএস-৪/২), হাসিব (এফইটি-৪/২), সৈয়দ জোয়েম (ইংরেজি বিভাগ- ১০), ইসতিয়াক আহমেদ হিমন (লোক প্রশাসন বিভাগ, এম/১), মাসুম(পিএএস), আব্দুল বাতেন (সমাজবিজ্ঞান-০৯), রঞ্জু আহমেদ (সমাজবিজ্ঞান-০৯), লিংকন ভূইয়া (সমাজবিজ্ঞান-০৯), মীর সোহেল (বাংলা-০৯), আব্দুল্লাহ আল মাসুম (পরিসংখ্যান বিভাগ-০৯)।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সুমন নামের এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতসহ প্রায় ৩০ জন আহত হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর প্রায় দুই মাস বন্ধ থাকার পর এ বছরের ১৮ জানুয়ারী ক্যাম্পাসে সব ধরণের রাজনৈতিক কর্মকান্ডে নিষেধাজ্ঞা আরোপ করে ক্যাম্পাস খুলে দেয় শাবি প্রশাসন।