ক্যামেরা নিয়ে রাজপথে পুলিশ
প্রকাশিত হয়েছে : ১০:৪১:১৩,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
পুলিশ সদস্যদের কাছে এখন থেকে অত্যাধুনিক ক্যামেরা থাকবে। মাথায় বা বুকে বাঁধা থাকবে ক্যামেরাগুলো। পথচারী ও গাড়ির চলাচলসহ রাস্তার বিভিন্ন চিত্র ধারণ করতে সার্জেন্টদের শরীরে যুক্ত থাকবে বিশেষ ধরনের ক্যামেরা, যেটি দিয়ে টানা আট ঘণ্টা রেকর্ড করা সম্ভব ভিডিও ও অডিও।
বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে এই ‘বডি ওউন ক্যামেরা’র কার্যক্রমের উদ্বোধনের সময় এ কথা জানান মহানগর (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
ডিএমপি কমিশনার জানান, এই ক্যামেরা ব্যবহারের ফলে পথচারীর রাস্তা পারাপার, গাড়ির মালিকের সঙ্গে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে সমন্বয় আরও বাড়বে। এ ছাড়া পুলিশের কর্মকাণ্ডের নানা বিষয় ভিডিও-অডিও রেকর্ড থাকবে।
বেনজীর আহমেদ জানান, ট্রাফিক বিভাগের মাধ্যম প্রথম পর্যায়ে ১৫টি ক্যামেরা ব্যবহার করা হবে। পরে অপরাধ বিভাগ ও থানায় এ ধরনের ক্যামেরা দেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চীনে তৈরি জিও-পিআরও মডেলের প্রতিটি ক্যামেরার দাম ২০ হাজার টাকা। সম্পূর্ণ এইচডি ফরম্যাটে ১৬ মেগাপিক্সেলের এই ক্যামেরায় একটানা আট ঘণ্টা দৃশ্য ও শব্দ ধারণ করা যাবে। ঝড়-বৃষ্টিতেও এগুলো সচল থাকবে। তবে কৃত্রিম আলো ছাড়া রাতের অন্ধকারে ভিডিও না হলেও অডিও রেকর্ড করা যাবে।
কাজ শেষে মেমোরি কার্ড থেকে ডাউনলোড করে ভিডিও ফুটেজ সংরক্ষণ করা যাবে। যুক্তরাষ্ট্রে পুলিশ গত বছর থেকে এ ধরনের ক্যামেরা ব্যবহার শুরু করে। মাথায় বেল্টের মাধ্যমে মাথা ও শরীরে বেঁধে এই ক্যামেরায় চিত্র ধারণ করা যায়। ২০১৫ সালের ফেব্রুয়ারির মধ্যে এক হাজার ক্যামেরা আনা হবে।