ক্যাভার্ড ভ্যান-ট্রেন সংঘর্ষে নিহত ৬, আহত ১৩ জন (আপডেট)
প্রকাশিত হয়েছে : ৮:২৬:৫৪,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
ঢাকা:: রাজধানীর কমলাপুরে কনটেইনার ডিপোর কাছে ট্রেনের- কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা ছয়জনে দাড়িয়েছ।
এঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। একজনের নাম নাইম ইসলাম (১৫)। তিনি ট্রেনের যাত্রী ছিলেন এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খোদাবক্সকাঠী গ্রামে মো. ইউনূসের ছেলে। এছাড়া মুজিবুর রহমান (৫০) ও আলমগীর (৩৫) নামে আরো দু’জন নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীনদের মধ্যে আছেন- বাবুল (৩০), নাসির (২৫), মোস্তফা প্রধান (২৫), বিল্লাল (২৫), জিন্না (৩৫), কালাম (২৭), জাবেদ (৪৫) ও হারুণ (৪০)।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে কমলাপুর কনটেইনার টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধার অভিযানে কাজ করছে।
রেলওয়ে রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন সাংবাদিকদের জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের আইসিডি টার্মিনাল থেকে কাভার্ড ভ্যানটি আরেকটি টার্মিনালে যাচ্ছিল। এই দুটি টার্মিনালের মধ্যে রেলপথ আছে। একটি টার্মিনাল থেকে অন্যটিতে যেতে হলে এই পথ পাড়ি দিতে হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগির সঙ্গে ধাক্কা খায়। এত ট্রেনের বগি লাইনচ্যুত হয় বলে জানা গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষের ঘটনাটি অনাকাঙিক্ষত ও দুঃখজনক উল্লেখ করে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন ‘অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট’।
এই ঘটনায় ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রেল মন্ত্রী মুজিবুল হক।
এছাড়া বিকেল ৩টা ১০ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।