ক্যাটরিনা-দীপিকার রাজনীতির লড়াই
প্রকাশিত হয়েছে : ৭:১২:৫৮,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: দূর থেকে খারাপ বলা অনেক সহজ কিন্তু কাছে গিয়ে সেটাকে সঠিক করতে কজন পারে। রাজনীতি হলো এমনই একটা বিষয়। তবে দেশকে এগিয়ে নিয়ে যেতে এবার রাজনীতিতে আসছেন বলিউড সুন্দরীরা। কে কে প্রার্থী হবেন তাই নিয়েই এখন জোর লড়াই।
বলিউডের দুই কুইন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন দু’জনই এই প্রার্থীর অংশীদার। কি হলো? কি ভাবছেন অভিনয় ছেড়ে এই তারকারা রাজনীতিতে আসছেন? আরে না না । আমি তো কথা বলছিলাম পরিচালক প্রকাশ ঝাঁর পরবর্তী ছবি ‘রাজনীতি-২’-এর সিকুয়েলের।
‘রাজনীতি’র পর তৈরি হতে চলেছে ‘রাজনীতি-২’। আর এই ছবির নায়িকা কে হবে তা নিয়ে এখন জোর জল্পনা বলিউডপাড়ায়। তবে নায়ক কিন্তু থাকছেন সেই রণবীর কাপুরই।
শোনা যাচ্ছে, পরিচালকের পছন্দের নায়িকার তালিকায় রয়েছে দুই বলিসুন্দরীর নাম। ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। এই দুই নায়িকার মধ্যে কার সঙ্গে রণবীরের পর্দায় বেশি ভালো কেমিস্ট্র জমবে তা এখন ঠিক করতে পারছেন না তিনি।
তবে এই দুই নায়িকার সঙ্গেই রিয়েল লাইফে রোমান্স করেছেন রণবীর কাপুর। আর দু’টি জুটিই সিনেপ্রেমীদের কাছে একেবারে হিট। তাই কাকে ছেড়ে কাকে নেব এমনই দুর্দশা প্রকাশের।
উল্লেখ্য, ‘রাজনীতি’ ছবিটিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন ক্যাটরিনা।