কোর্টে তলব প্রথম আলোর সম্পাদক ও যুগ্ম সম্পাদককে
প্রকাশিত হয়েছে : ৭:৩০:৫৮,অপরাহ্ন ১৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সোমবার এক আদেশে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করেছেন।
সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আট বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, বিচারালয় নিয়ে প্রথম আলোতে প্রকাশিত মিজানুর রহমান খানের লেখা কলামের ব্যাখা দিতে তাদের ৫ জানুয়ারি সকাল ৯টায় আপিল বিভাগে হাজির হতে বলা হয়েছে।
আদালতে প্রথম আলোতে লেখা কলাম বিষয়ে শুনানি করেন ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ।