কোম্পানীগঞ্জে মদের চালানসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৮:৪০:১৬,অপরাহ্ন ২৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মদের চালানসহ এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (২৫ মে) দুপুর সোয়া একটার দিকে সীমান্তের দক্ষিণ রনিখাই বাউরাবিল এলাকা থেকে চালানটি জব্ধ করা হয়।
অভিযানকালে ৯০ বোতল এসি ব্লাক হুইস্কি, চারশ’ ২৫ বোতল অফিসার্স চয়েস, ৯৩ বোতল ব্লু-রিবেন্ট ট্যাংগো, ৯৩ বোতল ম্যাকডোনাল্ডসহ মোট ৭০১ বোতল মদ জব্ধ করা হয়।
এ ঘটনায় মো. কাউছার আহম্মদ (২০) নামের এক যুবককে আটক করেছে ৠাব। সে কোম্পানীগঞ্জ উপজেলার পাঁদারগাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুল সোবাহানের ছেলে।