কোম্পানীগঞ্জে মদক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২:১০:৫৬,অপরাহ্ন ১৯ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
কোম্পানীগঞ্জ উপজেলার চন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে ২৮৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ এবং ৮ বোতল হাইওয়ার্ড বিয়ার উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির টহল দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে তারা।
মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মোঃ হারুন-অর-রশিদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মাদকদ্রব্য স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে বলে জানান তিনি। অভিযানে জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য চার লক্ষ বত্রিশ হাজার পাঁচশত (৪,৩২,৫০০) টাকা।