কোম্পানীগঞ্জে পানের চালান আটক
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:৩০,অপরাহ্ন ২০ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় পানের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার সীমান্ত এলাকার কালাইরাগ এলাকায় এই অভিযান চালানো হয় ।এই সময় ভারতীয় ৪০ বিড়া খাসিয়া পানের চালান উদ্ধার করে বিজিবি সদস্যরা।
আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়নের সূত্র জানায়, কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপি’র বিজিবি সদস্যরা শুক্রবার রাতে বাতরাই এলাকায় অভিযান চালায় তারা।
অভিযানকালে বাতরাই এলাকার পাকা রাস্তার উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪০ বিড়া ভারতীয় খাসিয়া পানের চালান উদ্ধার করে।
বিজিবির এই অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি’র নায়েক আব্দুল করিম।