কোপার জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টিনা!
প্রকাশিত হয়েছে : ৯:৪১:৩৩,অপরাহ্ন ১৩ নভেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়টাকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে মানছেন লিওনেল মেসি। কেননা এটাকে কোপা আমেরিকা প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে বিবেচনা করতে চাইছেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
উপটান পার্কের খেলায় ক্রোটদের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েছিল গত বিশ্বকাপের রানার্সআপরাই। পরে অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার ক্রিশ্চিয়ান আনসালাদির গোলে সমতায় ফেরে লাতিন আমেরিকার পরাশক্তিরা। আর জয়সূচক গোলটি তো লিও মেসির পা থেকেই আসে। স্পট কিকে গোল করেন বার্সা প্রাণ ভোমরা। যাতে জয় পায় আর্জেন্টিনা।
এদিন ম্যাচ শেষে মেসি বললেন, ‘২০১৫ সালের চিলি কোপা আমেরিকা জয় করতে প্রস্তুতি নিচ্ছি আমরা। সেজন্য সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে হবে আমাদের। আর নিজেদের আরো সংগঠিত হতে হবে। আসলে এখন প্রত্যেকটি ম্যাচ, এমনকি প্রত্যেকটা ট্রেনিং সেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ বুধবার ডান উইংয়ে খেলেন মেসি। এই বিষয়টি নিয়েও কথা বলেন এমএলটেন।
আগামী ১৮ নভেম্বর ফের মাঠে নামবে আর্জেন্টিনা। সেবার লিওনেল মেসিদের মোকাবেলা করবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি। যা ম্যানইউয়ের হোম ভেন্যু। সুতরাং অ্যাঞ্জেল ডি মারিয়া নিজের ক্লাবের মাঠে খেলার জন্য মুখিয়ে থাকবেন এমনটা ভাবাই যায়।