কোতোয়ালী থানার ওসি প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ৫:৩১:১৬,অপরাহ্ন ২১ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে রাজধানীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আল জালালকে।
তাকে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করে তার স্থলে ওই থানার ওসি(তদন্ত) হিসেবে দায়িত্বরত কবিরুল ইসলামকে নিয়োগ করা হয়েছে।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতরের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে কবিরুল ইসলাম জানান, সোনা কেলেঙ্কারির এক অভিযোগে ডিএমপির সদর দফতর থেকে ফিরোজ আল জালালকে প্রত্যাহার করা হয়েছে। দেড় মাস আগে এই স্বর্ণ কেলেঙ্কারির ঘটনা ঘটে।
তবে এর বেশি কিছু তিনি জানাতে পারেননি।