কোকো’র রুহের মাগফেরাত কামনায় সিলেটে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ১০:০১:২২,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র, বিসিবির সাবেক উপদেষ্টা আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত কামনায় রোববার বাদ যোহর দরগাহ-এ হজরত শাহজালাল(র:) মাজার মসজিদে মিলাদ, দোয়া ও শিরনী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকদল-ছাত্রদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত মিলাদ শেষে দোয়াপূর্ব বক্তব্যে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্টপুত্র আরাফাত রহমান কোকো’র আকস্মিক মৃত্যূতে জাতীয়তাবাদী পরিবার তথা দেশবাসী শোকাহত। কেননা আরাফাত রহমান কোকোর শরীরে বইছে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত । বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর ব্যাপক অবদান রয়েছে। তিনি আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন। পাশপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মহান আল্লাহ যেন শোক সইবার ক্ষমতা দেন, এজন্য দেশবাসীর দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ মকন মিয়া চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, বিএনপি নেতা মুফতী বদরুন নুর সায়েক, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক , জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সুহেল, আব্দুশ সহিদ, মওদুদুল হক মওদুদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না।
স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতা জয়দেব চক্রবর্তী জয়ন্ত, মিফতাউল কবির , আব্দুর রকিব, রাশেদ আহমদ চৌধুরী, শামীম আহমদ লোকমান, তছির আলী, ইসলাম আলী, আফজল হোসেন চৌধুরী, দেওয়ান নিজাম খান, আলতাফ হোসেন টিটু, দেলোওয়ার হোসেন চৌধুরী, আব্দুল কাইয়ুম, কামাল হোসেন, হামিদ হোসেন, আবুল লেইছ, রিটন আহমদ, মহিদুল হক, ফাহিম রহমান মৌসুম, এস এম আক্তার, সোয়েবুর রহমান খোকন, সুমন আহমদ, ইমরানুল ইসলাম জাসিম, আবু আম্বিয়া, মাকসুদ আলম, আব্দুল মোতকাব্বীর চৌধুরী সাকি, ভূলন কান্তী তালুকদার, দেলওয়ার হোসেন, জুবের আহমদ, ছদরুল ইসলাম লোকমান, জাকির হোসেন, এস এম ফখরুল ইসলাম, ইমদাদুল হক খান, শাহরিয়ার হোসেন, শিবলী আহমদ, লিমন আহমদ, রাশেদ আহমদ সাদ্দাম, মাইদুল ইসলাম মিটু, আশিক আহমদ, মাজহারুল ইসলমা মোরশেদ, সোলেমান আহমদ চৌধুরী, সায়েক চৌধুরী, আরিফ আহমদ, মিজানুর রহমান সোহাগ, আল-আমীন, ইমরান হোসেন, ইকবাল আহমদ, আতিকুল ইসলাম, মোজাম্মেল হোসেন, ইমরান আহমদ, এম সোয়েব আহমদ, ফাহাদ মাহফুজ চৌধুরী, রাসেল আহমদ, আলাল আহমদ, সৈয়দ মিনহাজ, জুবায়ের আহমদ, মনির হোসেন, ফয়সল আহমদ, সাইফুল আলম, আলাল আহমদ, ইকবাল হোসেন প্রমূখ।-বিজ্ঞপ্তি