কোকোর কুলখানি আজ
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:৩৪,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কুলখানি বুধবার।
এদিন সকাল থেকে সারাদিন গুলশান বিএনপির রাজনৈতিক কার্যালয়ে কুরআনখানি, মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠান হবে। এজন্য মাদ্রাসার ছাত্ররা সকাল থেকেই কুরআন তেলাওয়াত করবে কার্যালয়ে।
বিএনপিসহ ২০ দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর খালেদা জিয়া কাছে দোয়া চেয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার সারাদেশে আরাফাত রহমান কোকোর কুলখানি আয়োজন করার জন্য খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।