কোকোকে চসিক মেয়রের ফুলেল শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:১৮,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলমের পক্ষ থেকে আরাফাত রহমান কোকোর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রোববার বাদ জোহর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর জাতীয় মসজিদে নামাজে জানাজা শেষে মেয়রের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়রের পরিবারের সদস্য রবিউল করিম, ইফতেখার ফেরদৌস ও ইহতেসাম ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ভাই কোকোর মামা শামীম এস্কান্দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, বরিশাল জেলা কমিটির সহ সভাপতি শরফুদ্দিন আহমেদ সান্টু, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ও আলী আজগর লবি। মেয়রের ছেলে সরওয়ার আলম বাংলানিউজকে বলেন,‘বাবার নির্দেশে মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা বাবার পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।’
শনিবার বাংলাদেশ সময় বেলা ১২টায় কুয়ালালামপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। দেশ ছাড়ার পর স্ত্রী-সন্তানদের নিয়ে কুয়ালালামপুরেই থাকতেন তিনি। মৃত্যুকালে দুই কন্যা সন্তানের পিতা আরাফাত রহমান কোকোর বয়স হয়েছিল ৪৫ বছর।