কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করল সিলেট আ.লীগ
প্রকাশিত হয়েছে : ৪:০০:৪৪,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: ১৭ মার্চ প্রথম প্রহরে কেক কেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। ১৭ মার্চ রবিবার প্রথম প্রহরে অর্থাৎ, রাত ১২ টা ১ মিনিটে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নগরের জেলা পরিষদে এ কেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুব্রত পুরকায়স্ত প্রমুখসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।