কৃষকের ঝুলন্ত লাশ উদ্বার
প্রকাশিত হয়েছে : ১:৩৫:৫২,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
 নিউজ ডেস্ক::
নিউজ ডেস্ক::
পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার দুপুরে দক্ষিন খাপগাভাঙ্গা গ্রাম থেকে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ। নিহতের নাম হাবিব ফকির (২৮)। নিহতের দু’জন স্ত্রী রয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। পরিবারের দাবী হাবিব আতœহত্যা করেছে। তবে স্থানীয়দের জানায়, হাবিবের মৃত্যু রহস্যজনক।
পরিচিত এবং প্রতিবেশীরা বলছেন, একাধিক পাওনাদারের টাকা শোধ করতে না পেরে বাবিব হতাশাগ্রস্থ হয়ে আতœহত্যা করতে পারে। এ ঘটনায় কলাপাড়া থানায একটি ইউডি মামলা হযেছে।







