কূটনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান ভারত রপ্তানিকারকদের
প্রকাশিত হয়েছে : ২:৪৪:৩৫,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
স্থলবন্দর গুলোতে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় শত শত ট্রাক আটকা পড়ে আছে। পরিবহন মালিকদের গুণতে হচ্ছে বাড়তি খরচ। এ সংকট সমাধানে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির রপ্তানিকারকরা।
বাংলাদেশে সরকারবিরোধী দলগুলোর টানা অবরোধে বিপাকে পড়েছে ভারতের রপ্তানিকারকরা। শুক্রবার দি ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সোনা মসজিদ স্থলবন্দরের বিপরীতে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মহাদিরপুর স্থল বন্দরেই অন্তত ১৫০০ টি নানা ধরণের পণ্যভর্তি ট্রাক আটকা পড়ে আছে। খোলা আকাশের নিচে দিনের পর দিন এ সব পরিবহন আটকে থাকায় পচনশীল পণ্য নষ্ট হয়ে যাচ্ছে।
মহাদিরপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল শাহ-র বরাত দিয়ে দি ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়- রপ্তানিকারকরা এখন উদ্বিগ্ন। রপ্তানিকারকদের পাশাপাশি ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বাংলাদেশের সাথে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করার অনুরোধ জানানো হয়।
ভারত প্রতিবছর বাংলাদেশে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে। মহাদিরপুর স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫ শতাধিক ট্রাক বাংলাদেশে পণ্য পরিবহন করে।