কুড়িয়ে পাওয়া বোমা ছুঁড়তে গিয়ে আহত শিশু
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:৫২,অপরাহ্ন ২১ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: রাজধানীর লালবাগে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা হাতবোমাকে খেলনা ভেবে ঢিল ছুঁড়তে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে মেহেদি (১২) নামের এক শিশু। শনিবার বেলা ১২টার দিকে আজিমপুর মধ্য কলোনিতে এ ঘটনা ঘটে।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ বলেন, ‘কলোনির ভেতর রাস্তায় পরিত্যক্ত অবস্থায় লাল টেপ মোড়ানো একটি হাতবোমা পড়ে ছিল। মেহেদি সেটিকে খেলনা সদৃশ বস্তু মনে করে কুড়িয়ে গাছে ঢিল ছোঁড়ে। এসময় হাতবোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুটি আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’