কুলিবালির বান্ধবীকে খুঁজছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ১২:০৬:৫৮,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: ফ্রান্সে গত কয়েক দিনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এরপর নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারী দুই ভাই শরিফ ও সাইদ কোশি নিহত হন। একই সময় চালানো আরেক অভিযানে ইহুদি সুপারমার্কেটে হামলাকারী আমেদি কুলিবালি নামে আরেক ব্যক্তি নিহত হন। পুলিশ এখন তার সহযোগী বান্ধবীকে খুঁজছে। তার নাম হায়াত বুমেদিয়েন। পুলিশ তাকেও সশস্ত্র এবং বিপজ্জনক বলে বর্ণনা করেছে। বলা হচ্ছে, রাজধানী প্যারিসে গোলাগুলির ঘটনায় যখন নারী পুলিশ নিহত হয়, তখন সেখানে আমেদি কুলিবালি ও হায়াত বুমেদিয়েন ছিলেন। ফরাসি কর্মকর্তারা বলছেন, এই বন্দুকধারীদের পাঁচজন সহযোগী এখন পুলিশের হেফাজতে রয়েছে। তারা আরও বলেন, আক্রমণকারী ওই দুটি গোষ্ঠীর মধ্যে যোগাযোগ ছিল এবং গত এক বছরে এই দুই গোষ্ঠীর মধ্যে পাঁচশরও বেশিবার ফোনে কথাবার্তা হয়েছে।