কুলাউড়ায় ২ যুবতীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১:৩৭:২০,অপরাহ্ন ০৬ মে ২০১৫
নিউজ ডেস্ক ::
কুলাউড়া উপজেলায় পুকুর থেকে ২ বোনের মৃতদেহ উদ্বার করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় স্থানীয় ভবানীপুর গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্বার করা হয়। উদ্বারকৃতরা হলেন, মৃত আকবর আলীর মেয়ে আরিজা (১৯), ছকিনা (১৮)।
স্থানীয় সুত্র জানায়, উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের ওমান প্রবাসী জয়নাল মিয়ার বাড়িতে আরিজা গৃহপরিচারিকা হিসাবে কাজ করত। আর তার ছোট বোন ছকিনা প্রবাসী জয়নাল মিয়ার মেয়ের বাড়ি উপজেলার রাউৎগাউ ইউনিয়নে থাকত। গত সোমবার জয়নাল মিয়ার মেয়ের সঙ্গে ভাটেরায় যায় ছকিনা।
মঙ্গলবার দুপুরের পর থেকে তাদের খুঁজে না পেয়ে এক পর্যায়ে বাড়ির পুকুরে খুঁজতে গিয়ে স্থানীয়রা তাদের মৃতদেহ পুকুর থেকে উদ্বার করে। একটি পুকুর থেকে হঠাৎ দুই বোনের মৃতদেহ উদ্বারের খবরে ভাটেরা ইউনিয়নে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান মৃতদেহ উদ্বারের সত্যতা নিশ্চিত করেছেন।