কুলাউড়ায় যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:০৮,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: অবরোধের ৫ম দিনে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের কৌলা এলাকায় মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী সার্ভিস বাস (সিলেট-জ ০৪-০০১৩) অবরোধকারিরা অগ্নি সংযোগ করে।
অগ্নিসংযোগের ফলে বাসটি সম্পূর্ণ রুপে জ্বলে যায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায় ২টি মোটর সাইকেলে ৪জন যুবক এসে গাড়ীর গতি রোধ করে যাত্রীদেরকে নামিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কের উপর থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিছুক্ষন বন্ধ থাকার পর এই সড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়।