কুলাউড়ায় মাদকসহ গ্রেপ্তার ১
প্রকাশিত হয়েছে : ৬:০৫:৪৭,অপরাহ্ন ০৫ মে ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সঞ্জয়পুর বেরীগাঁও থেকে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম। তার নাম মো. ফরুন মিয়া (৪০)। সে কুলাউড়া উপজেলার সঞ্জয়পুর গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে।
সোমবার রাত ৮টায় মো. ইদ্রিস আলীর দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯১ বোতল নেতা জাতীয় মাকদ দ্রব্য কোরেক্স পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে র্যাব ৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) জিনিয়া চাকমা প্রেরিত এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।